
বাসাইল সংবাদ: বুধবার, ২৪ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল থানা পুকুরে ডুবে সানজিদা নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বাসাইল পূর্ব নয়াপাড়ার শাহআলমের মেয়ে।
জানা যায়, শাহআলমের স্ত্রী শিশুটিকে পাশে রেখেই বাসাইল থানায় বাবুর্চির কাজ করছিলেন। হঠাৎ করে তার অজান্তে শিশুটি পুকুরে গিয়ে ডুবে যায়। শিশুটিকে না পেয়ে তার মা খোঁজাখুজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন