
বাসাইল সংবাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ ঘর, নিরাপদ রান্না বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টোটাল বাংলাদেশ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের বাসাইল উপজেলার শহীদ রওশন আলী খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, মনোয়ারা বেগম এমপি, অনুপম শাহজাহন জয় এমপি, শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টোটাল বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, টোটাল বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার মঞ্জুর মোরশেদ সিদ্দিকী। পরে নিরাপদ ঘর, নিরাপদ রান্না বিষয়ক কর্মশালায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন