নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. শাহরুখ খান। বুধবার তিনি জেলা প্রশাসক অফিসে যোগদান করেন। এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) এ উত্তীর্ণ হন। তিনি রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার তিনি বাসাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খানকে বাসাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাসাইল উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বাসাইলসংবাদ, ২২ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন