
বাসাইল সংবাদ: রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
মানুষের জন্যই মানুষ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রাম থেকে প্রতিষ্ঠিত সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে অসুস্থ কদর আলীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। কদর আলী উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
কদর আলী প্রায় ৫মাস ধরে বিভিন্ন রোগে ভুগছেন। জরুরি ভিত্তিতে তার হার্ট সার্জারী করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। হত-দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগার করা সম্ভব না। এমতাবস্থায় রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল কদর আলীর হাতে এ টাকা তুলে দেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন