
বাসাইলসংবাদ: সোমবার, ০৯ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬১জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৫জনসহ মোট ১৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪জনসহ ১২জন শিক্ষার্থী বৃত্তি পান। এছাড়াও নাইকানীবাড়ী আলহাজ হায়দার হামিদ উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪ ও সাধারণ গ্রেডে ৩জন, হাবলা এইচ টি.এ.বি উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৩ ও সাধারণ গ্রেডে ২জন, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ২জন, মিরিকপুর গঙ্গাচারণ তপশিলী উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১জন ও সাধারণ গ্রেডে ১জন, কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১জন ও সাধারণ গ্রেডে ১জন, জশিহাটি উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ৩জন, পাটখাগুরি বিলকিস মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুরে ১জন ও সাধারণ গ্রেডে ১জন, আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ২জন, কাশিল কে,বিএন বহুমূখী উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১জন, বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১জন, সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ২জন, ময়থা জনতা উচ্চ বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, কাঞ্চনপুর কে,জি,আর,কে উচ্চ বিদ্যালয় ১, কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ ও দেইলী খঃ নুরে আলম উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১জন বৃত্তি পেয়েছে।
বাসাইলসংবাদ/একে