নিজস্ব প্রতিবেদক : ‘মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ” কোভিড-১৯ টিকা গ্রহণ করি, সবাই মিলে সুস্থ থাকি” কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি, কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন-এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রজ্জব আলী প্রমুখ। এ ছাড়াও আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা র্যালীতে অংশ নেন।
বাসাইলসংবাদ/ ১৭ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন