
বাসাইল সংবাদ: রোববার, ৭ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এক স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার অভিযোগে ওই ছাত্রীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার।
জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অম্যান্য করে উপজেলার ময়থা গাছ পাড়ার দুলাল মিয়া তার কন্যা আয়শা আক্তার (১৬) কে গত ৫ মে টাঙ্গাইল সদরের বেড়াই গ্রামের সাইদ আলীর ছেলে খোকন মিয়া (২৮)র সাথে বিয়ে দেন। খবর পেয়ে ৭ মে বিকেলে স্থানীয় প্রশাসন আয়শার বাবা দুলাল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তলব করে এ জরিমানা আদায় করে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন
১ Comments
z.romel
শুধু কনের বাবা নয় বরের বাবার জরিমানা করা উচিত।বরকে ও জেলে পাঠানো উচিত। যাতে ছেলেদের মধ্যে ভয় ঢুকে, এমন বিয়ে করলেও শাস্তি হয়। মেয়ের বাবা কি করবে?ওনার মনেওতো ভয় ধর্ষকের হাত থেকে মেয়েকে বাঁচাতে পারবেতো।