
বাসাইলসংবাদ: সোমবার, ৭ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের বাসাইলে ৩ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। রোববার বিকেল ও রাতে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, কীটনাষক ওষুধ ও স্যাভলন খেয়ে আত্মহত্যাচেষ্টাকারী শিক্ষার্থীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হলেন, উপজেলার পৌলি গ্রামের নাসিরের ছেলে নাহিদ (১৮), কাউলজানী এলাকার আজাহার আলীর মেয়ে বন্যা আক্তার (১৬)। এছাড়াও কলিয়া গ্রামের শহীদ মিয়ার মেয়ে শারমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইলের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
বাসাইলসংবাদ/একে