
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর ও কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয়আনীপাড়া এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

গেস্খফতারকৃতরা হলেন— উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আল আমিন বিন জিয়াদের ছেলে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন এলিট (৫৫) এবং কাউলজানী ইউনিয়নের কলিয়া ছয়আনীপাড়া এলাকার আবু হানিফ মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সদস্য হেমায়েত হোসেন হিমেল (২৮)। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বাসাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ, ১২ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন