
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মিঞা স্বরণে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১২ এপ্রিল) উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সহ-সভাপতি শামছুল আলম, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, ঢাকার ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের কিডনী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আব্দুস সামাদ, মরহুম আব্দুল মালেক মিঞার ছেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব আওলাদ হোসেন সুমন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আমীন শরিফ সুপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বাসাইলসংবাদ/একে