নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটােরিকশা চাপায় সুরাইয়া আক্তার (১০) নামের এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বাসাইল-টাঙ্গাইল সড়কের বিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা সড়কটি অবরোধ করে প্রতিবাদ জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত সুরাইয়া ওই গ্রামের সলিম ভূইয়ার মেয়ে। সে স্থানীয় বিয়ালা নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নূরানী বিভাগের ৩শ্রেশীর ছাত্রী।
বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হাসন বলেন, ‘দুপুর ১২টার দিকে মাদরাসা ছুঁটি হলে ওই ছাত্রী সড়ক দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল। এ সময় একটি সিএনজজিচালিত অটোরিকশা এসে শিশুটিকে চাপা দেয়। এ ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
বাসাইলসংবাদ/ ০৩ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন