
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
অমুর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাসাইলের ফুলকী ঝনঝনীয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। মাদরাসা পরিচালণা পরিষদ সহ-সভাপতি মঞ্জুরুল হক খান রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের তত্তা¡বধায়ক প্রকৌশলী সেলিম খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুর রহিম, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের টাঙ্গাইল শাখার ম্যানেজার এমআরখান আনিস, আলহাজ্ব শাহাদত হোসেন, এসআই জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা হানিফ উদ্দিন খান। মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ আল মামুন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক আইয়ুব খান। অনুষ্ঠানে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একে