
বাসাইলসংবাদ: রোববার, ৬ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবুল হাসান স্বাধীনকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত ৩ মে ফুলকী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা আবুল হাসান স্বাধীনের কাছে করটিয়াপাড়ার মনির হোসেন জন্মনিবন্ধন করতে আসে। উদ্যোক্তা স্বাধীন তাকে নিয়মানুযায়ী তার কাছে কাগজপত্র চাইলে মনির হোসেন বলেন নেতাকর্মীদের কোন কাগজপত্র লাগে না। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে মনির হোসেন প্রায় এক ঘন্টা পর ৫জন যুবককে নিয়ে ওই কার্যালয়ে গিয়ে স্বাধীনকে মারধর করে। স্বাধীনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মনির হোসেন ময়থা গাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উদ্যোক্তা আবুল হাসান স্বাধীন বলেন, জন্মনিবন্ধনের কাগজপত্র চাইলে মনির হোসেন আমাকে বলে নেতাকর্মীদের কোন কাগজপত্র লাগে না। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এ পর্যায় মনিরসহ ৬জন যুবক এসে আমাকে মারধর করে।
বাসাইল উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি হোসাইন খান সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী দুইদিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে আমরা কর্মবিরতির ঘোষণা দেবো।
অভিযুক্ত মনির হোসেন বলেন, আমি জন্মনিবন্ধনের সকল প্রকার কাগজপত্র দিলেও উদ্যোক্তা স্বাধীন বলেন এটি করা যাবে না। এনিয়ে তার সাথে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায় তার সাথে হাতাহাতি হয়।
ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুলকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
বাসাইলসংবাদ/একে