
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮:

আতিকুর রহমান নাহিদের লেখা বই বৃষ্টিশূন্য মেঘ। কাব্যগ্রন্থ ( প্রথম গ্রন্থ) প্রকাশনী: বিভাস অমর একুশে গ্রন্থমেলায় বিভাস প্রকাশনীর স্টং নং : ৪৮৩-৪৮৪ । এ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
আতিকুর রহমান নাহিদ এমএসসি (অধ্যয়নরত), অণুজীবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাহিদ টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মোংলা মিয়ার ছেলে ।
অন্যান্য পরিচয় : সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি। সহ- সভাপতি, বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ডাকা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন