
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমন খান মনির, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সমাজ সেবক বানিজুর রহমান, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাহাদুর, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, ইতালী প্রবাসী ইলিয়াস হোসেন, সমাস সেবক মনোজ খান প্রমুখ।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরুর রহমান সজল। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাসাইলসংবাদ, ০৭ মার্চ, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






