
ডালিয়া পারভীন :

কবিতা, তুমি কেন প্রেমের কবিতা লিখছো?? কি বুঝাচ্ছো?? প্রেমটাকে কেন সামনে আনছো!! প্রেম সামনে আনার জিনিস না। ভোগের সামগ্রী। যা লুকিয়ে রাখা ভালো, তা কেন সামনে আনা!! ভয়াবহতার গিরিসংকটে কেন বাসা বাঁধা, কবিতা তুমি কিচ্ছু বোঝোনা,কিচ্ছুনা। এখনো সময় আছে বোঝো, চুপিচুপি জল সিঞ্চন করো। ছায়ার সাথে ছায়া মিলাও, হারিয়ে যাও যুথি মল্লিকায়।
কনকের কনকচাঁপায় বাঁধো আমায়। তবে হ্যাঁ নির্জন, নির্লোকে। সময়ের কাছে,পরিবেশের কাছে উলঙ্গ কথার ফুলঝুরি ছড়িয়ে লাভ কি বলো!! তার থেকে ক্ষণিক বিন্দুতে কিছু লুফে নাও, ভালোবাসা বাদ দাও, প্রেম করো নিরালায়। কবিতা বোঝো,পড়ো,পড়তে শেখো দুনিমায়। কি পাবে!! আত্মগরীয়ানের অহংকারের অহংবোধ ছাড়া।
কি করবে সেটা দিয়ে,!! কিছুদিন পরে ভালোবাসাও তলানিতে ঠেকে প্রেমে রুপ নেয়,প্রেমে। তখন,হাত পা ছেড়ে,সুইসাইডের বোতল খোঁজা। আরে বাবা!!! সেই বেঁচতেই তো হবে,তবে কেন অবেলায়, বেলায় বেলায় হাট বসাও,বেঁচো কেনো। হারিয়ে যাও,অন্যকে হারাও। ভালো না বেসে প্রেমিকার খাতায় নাম লেখাও। কবিতা রাজি হও,প্রেম করো,প্রেমে রাজি হও।
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩