নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি কিন্তু দেশের সার্বিক চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌকা, নাঙ্গল ও ধানের শীষ দিয়ে শরীর মুচা যায় না, গামছা এমন একটি জিনিস যা দ্বারা সব করা যায়। এই গামছার হাতকে শক্তিশালী করে সকলকে আগামী নির্বাচনে গামছা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, আজকে আমার রাজা হতে ইচ্ছে করে না, বাদশা হতে ইচ্ছে করে না। আমি মানুষ হতে চেষ্টা করছি। সাধারণ মানুষের ধারণা আমাদের কর্মীদের ধারণা এমপি হবো মন্ত্রী হবো ক্ষমতা পাবো, কিন্তু আামার তার চার পয়সারো ধারণা নাই। আল্লাহ আমাকে এমনিতেই অনেক ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ বেঁচে আছি আপনাদের নিয়ে বেঁচে থাকতে চাই।সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই।
কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.টি.এম সালেক হিটলু,বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ নেতা জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৬ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন