নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ’র উদ্যোগে ১০০জন বিড়ির শ্রমিকদের সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক ৪দিন ব্যাপী ওরিয়েন্টেশন সভার সমাপনী হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া এলাকায় কালি মন্দিরে ওরিয়েন্টেশন সমাপনী সভার আয়োজন করা হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ এলাকায় এবং শনিবার টাঙ্গাইল সদর উপজেলা গালা ইউনিয়নের তালতলা এলাকায় ওরিয়েন্টেশন সভা হয়।
ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বিড়ি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জায়মন বিবি। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব.দি রুরাল পুয়র-ডরপ এর ফেসিলিটিটর গুলজার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান বলেন, বিড়ি বা তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই শিল্পের সাথে যারা জরিত তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই ক্ষতিগ্রস্থ। তাই তামাক কর ও মূল্য বৃদ্ধি করা অবশ্যই প্রয়োজন। তামাক কর বৃদ্ধি করা হলে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ গড়া সম্ভব হবে। প্রাপ্তবয়স্ক ও তরুন ধুমপান থেকে নিরুসাহিত হবে। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোট, সিওপিডি বা ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি থাকে। প্রেক্ষিতে তামাককর বৃদ্ধি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কর বৃদ্ধি হলে-প্রায় ১৩ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান হতে বিরত থাকতে উৎসাহিত হবে, ৮ লক্ষ ৯৫ হাজারের অধিক তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে, ৪ লক্ষ ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৪ লক্ষ ৪৮হাজার তরুণ ও জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।
বাসাইলসংবাদ/ ২৮ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন