বাসাইল সংবাদ: রোববার. ৯ অক্টোবর. ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: শনিবার (০৮ অক্টোবর) টাঙ্গাইলে র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গি’র পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা দু’জনই রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, নিহত দুই ‘জঙ্গি’র একজনের নাম আতিকুর রহমান ও অপরজন সাগর হোসেন। দু’জনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আতিকুরের বাবার নাম লতিফুর রহমান। তার বাড়ি চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে। অন্যদিকে, সাগর একই উপজেলার ইউসুবপুরের জুনায়েদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, আতিকুর ও সাগরের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (০৮ অক্টোবর) সকাল ১০টার দিকে টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাড়ির ভেতরে ঢোকার পর এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করতে গেলে র্যাবের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় অন্য জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বেলা দেড়টার দিকে বোমা বিশেষজ্ঞ দলকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে র্যাবের দল। এরপর তারা লাশ দুটি বের করে নিয়ে আসে। সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১০টি চাপাতি, দু’টি ছুরি ও ৬৪ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে।
ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজাহার আলী বলেন, ছাত্র পরিচয়ে গত ২৭ সেপ্টেম্বর তারা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেয়। এ সময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাওয়া হলে বলেছিল দু-এক দিনের মধ্যে দিয়ে দেবে। তার পর আর তারা পরিচয়পত্র দেননি।
বাসাইল সংবাদ/একে