নিজস্ব প্রতিবেদক : শারদীয়া দুর্গাপ‚জা উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার অসহায়, দুস্থ ও হতদরিদ্র হিন্দু জনসাধরনের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন (টাঙ্গাইল, সদর-৫)।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে টাঙ্গাইল পৌর এলাকা ও উপজেলার অসহায়, দুস্থ ও হতদরিদ্র হিন্দু জনসাধরনের মাঝে শাড়ী ও পাঞ্জাবীর প্যাকেট তুলে দেন। শারদীয়া দুর্গাপ‚ জার এ সময় নতুন জামা-কাপড় পেয়ে উচ্ছাসিত হয়ে সংসদ সদসকে ধন্যবাদ দেন অনেকে।
এসময় সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক এম.এ,রৌফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন