
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৪ আগস্ট) বিকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, মুহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, স্বাচিপ জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানকে টাঙ্গাইল থেকে ঢাকার সিভিল হিসেবে বদলী করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৪ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন