
বাসাইল সংবাদ: রোববার, ১৬ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদে বাসাইলের ওয়ার্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে । প্রাচীনতম বাসাইল উপজেলার ঐতিহ্য ও নানাভাবে বঞ্চিত হওয়ার বিষয়গুলো উঠে আসে সাধারণ মানুষের বক্তব্য থেকে । তারা এ ধরণের বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানান ।
উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সম্পাদক মাহমুদুল হাসান, বিআরডিবির চেয়ারম্যান নূরু নবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌসভার কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম পিন্টু, ছাত্রলীগের সভাপতি জসিম খানসহ অন্যরা ।
সভায় আগামী তিনদিনে কর্মসুচি গ্রহণ করা হয় । আগামীকাল রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন, সোমবার ঢাকায় নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন এবং মঙ্গলবার সকাল ১১টায় বাসাইল বাসষ্ট্যান্ডে বিশাল মানববন্ধন পালন করা হবে । এতে কোন কাজ না হলে পরবর্তীতে হরতাল, অবরোধ, অনশনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হতে পারে ।
শেষে উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামকে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠন করা হয় ।
বাসাইল সংবাদ/একে