নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ১১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৩শ’ ৮৩টাকা ব্যায়ে পোড়াবাড়ি-আঙ্গারখোলা-গারোবাজার ১৯.৮৪২ কি.মি. রাস্তার পুননির্মাণ কাজের উদ্বোধন করলেন স্থানীয় এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। তিনি শনিবার (২ জানুয়ারী) দুপুরে পোড়াবাড়ি নামক স্থানে এ কাজের উদ্বোধন করেন। টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন আরটিআইপি-২ প্রকল্পে টাঙ্গাইলের মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এবং মেসার্স নাবিলা এন্টারপ্রাইজ (JV) নামে ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি করবেন বলে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, ইউএনও অঞ্জন কুমার সরকার, উপজেলা ইঞ্জিনিয়ার ওয়ালিয়ার রহমান, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম (RTIP-II), উপসহকারী প্রকৌশলী এস.এম.শাহদত হোসাইন, মো. আশরাফ হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০২ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন