নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কর্তৃক আয়োজিত সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে থেকে ১০জনক “শুদ্ধতার কবি অসীম সাহা সন্মাননা” পুরস্কার প্রদান করা হয়েছে।
পরিষদের নির্বাহী সভা শেষে পুরস্কার বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও পাঠাগার আন্দোলন-এর চেয়ারম্যান ইমাম হোসেন এবং ব্যাংক কর্মকর্তা ও লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সজীবুর রহমান খান।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে রাজধানী ঢাকায় বুকল্যান্ড লাইব্রেরিতে অনুষ্ঠিত এই সভায় গ্রন্থাগারের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আদর্শ সমাজ বির্নিমানে পরিষদের সদস্য ও সারাদেশের পাঠাগারের উদ্দোক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/ ০৮ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন