অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ সর্বপ্রথম এ টিকা গ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তাগণ মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে এ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ সাবাহ ছাড়াও কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা গ্রহণ করেন।
কুয়েতে চার ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ধাপে চিকিৎসা পেশায় নিয়োজিত এবং করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনে যারা কাজ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপরে যাদের বয়স তাদেরও প্রথম ধাপে দেওয়া হবে এই ভ্যাকসিন।
তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের কাছে পৌঁছাবে করোনার টিকা। ইতিমধ্যে দেশটিতে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
বাসাইলসংবাদ/ ২৫ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন