নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এসময় শপথ নিয়েছেন বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা বেগম। সখীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ আজাদ , ভাইস চেয়ারম্যান মো. শিবলী সাদিক ও মহিলা ভাইস চেয়ারম্যান আঁখি আতাউর।
মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শারীন।
বাসাইলসংবাদ, ০৪ জুলাই, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন