
বাসাইল সংবাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬:

আব্দুল লতিফ , ঘাটাইল:
আজ ১০ ডিসেম্বর। টাঙ্গাইলের ঘাটাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন সকালে জামালপুর ও ময়মনসিংহ যৌথ বাহিনীর হাতে মার খাওয়া হানাদার বাহিনীর ৪০০টি গাড়ির কনভয় মধুপুরের দিকে পিছিয়ে আসতে শুরু করে।
আত্ম রক্ষার তাগিদে পাকবাহিনীর ব্রিগেডিয়ার কাদের খান, ব্রিগেডিয়ার আক্তার নেওয়াজ ও লেঃ কর্ণেল সুলতান মাহমুদের কমান্ডের ৬ হাজার পাক সেনা টাঙ্গাইলের রাস্তা ধরে ঢাকার দিকে পিছিয়ে আসতে শুরু করে। দুপুর ১২.০০ টায় হানাদার দলটি ঘাটাইলে বানিয়াপাড়া ব্রিজের কাছে এলে কামান্ডার হাবিবের (জাহাজ মারা হাবিব) নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঐ কনভয়ে আক্রমন চালায় । প্রায় দেড় ঘান্টা তুমুল যুদ্ধ হয়। মুক্তি বাহিনীর আক্রমনে বিপর্যস্ত পাকবাহিনী দক্ষিনে টাঙ্গাইলের দিকে অগ্রসর হতে থাকে । এ সময় যৌথ বাহিনীর তিনটি ভারতীয় মিগ-২১ ঘাটাইল ও গোপালপুরের উপর উপর্যুপুরি স্ট্র্যাফিং শুরু করে। এক দিকে বিমান বাহিনীর হামলা অন্যদিকে মুক্তিবাহিনীর আক্রমনে হানাদার বাহিনী টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। ফলে ঘাটাইল সম্পূর্ন ভাবে শত্রু মুক্ত হয়। এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড সহ বিভিন্ন সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাসাইল সংবাদ/একে