
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ০৪ জুলাই, ২০১৭:

॥ এনায়েত করিম বিজয় ॥
গত দুই মাস যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত বাসাইলের তমা। প্রায় ১ লাখ টাকা দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিরা পাঠিয়েছিলেন। নিজেদের খাওয়া এবং তমার ওধুষ কেনার জন্য তা খরচ হয়েছে। টাকার অভাবে বন্ধ হয়ে যেতে পারে তমা চিকিৎসা এমন আশঙ্কাতেই রয়েছে তার পরিবার। এমন সময়
গত ১৩ জুন অনলাইন নিউজ পেপার বাসাইল সংবাদ২৪ ডটকম এ “টাকার অভাবে বন্ধ হতে পারে তমার চিকিৎসা” শিরোনামে একটি সংবাদ পড়ে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, তমার চিকিৎসায় সাহায্যের হাত বাঁড়ালেন।
জানা যায়, টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক ৩ জুলাই (সোমবার) সকালে অসুস্থ তমার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার যশিহাটীতে গিয়ে তমার চিকিৎসায় এগিয়ে আসার আশ^াস দেন। এরই ধারাবাহিকতায় ৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে তমার চিকিৎসার জন্য তমার মা শারমিন বেগমের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি। তমার চিকিৎসার শেষ পর্যন্ত পাশে থাকবেন বলে এমপি প্রার্থী ফারুক জানান।
তমার মা শারমিন বেগম জানান, সংবাদমাধ্যমে তমার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর অনেকে আর্থিক সহযোগিতা করেছেন। তাতে প্রায় ১লাখ টাকা পেয়েছিলেন। এছাড়া নিজেদের কাছেও কিছু টাকা ছিল। তা দিয়ে এতদিন চিকিৎসা করিয়েছেন। এখন হাসপাতালে নিজেদের খাওয়ার টাকা বা তমার জন্য ওষুধ কেনার টাকাও নেই। টাকা ফুরিয়ে যাওয়ায় এখন তমার মায়ের দুশ্চিন্তার শেষ নেই। তিনি ভাবছেন হয়তো আর তার মেয়ের চিকিৎসা করানো হবে না। এমন সময় পাশে এসে দাঁড়ালেন এমপি প্রার্থী ফারুক। তিনি নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন।
তমার মা আরো বলেন, এর আগে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার সাখাওয়াত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ১৮ হাজার টাকা ও গ্রিস থেকে কয়েকজন বন্ধুরা মিলে ৩০ হাজার টাকাসহ দেশ-বিদেশ থেকে তমার চিকিৎসার জন্য সবমিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পেয়েছি। দুই মাস হাসপাতালে নিজেদের খাওয়া এবং তমার জন্য ওষুধ কেনায় প্রায় ১লাখ টাকা খরচ হয়েছে। এখন আমাদের হাতে রয়েছে প্রায় ৭০ হাজার টাকার মতো। ডাক্তার বলছেন তমার চিকিৎসা করাতে প্রায় ৪লাখ টাকার মতো লাগতে পারে। এখন আরো দুই লাখ টাকা হলেই হয়তো তমা সুস্থ হতে পারে।
ইতোমধ্যে তমা আক্তারের মুখে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। তমা আক্তার মুখের বাম পাশে বিশাল আকৃতির মাংসপিন্ড নিয়ে গত ২৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরীর অধীনে ভর্তি হন। এর আগে গত ২২ মার্চ তমাকে ডাক্তার দেখানো জন্য ঢাকা নেয়ার ব্যবস্থা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির মাধ্যমে ওই চিকিৎসক তমার পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে জানতে পেরে তমাকে ফ্রি বেডের ব্যবস্থা করে দেন। ফলে অস্ত্রোপচারে বা থাকায় কোনো টাকা লাগছে না।
অপারেশন সংশ্লিষ্ট খরচ এবং ওষুধ নিজেদের কিনতে হচ্ছে। আর এই রোগের ওষুধ-ইনজেকশন খুবই ব্যয়বহুল। তমার চিকিৎসায় অন্তত দরকার প্রায় ৪ লাখ টাকা।
ড. ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, ‘তমার মুখে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। এভাবে আরো বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হবে।’ তমা ভাসকুলার ম্যালফরমেশন রোগে আক্রান্ত। এটা রক্তনালী টিউমার হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ নিরাময় সম্ভব।
তমা আক্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের যশিহাটী পশ্চিমপাড়া গ্রামের দরিদ্র কৃষক আতাহার আলী ও শারমিন বেগম দম্পতির মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট তমা। তমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে অক্ষম তার বাবা-মা।
তমার চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের কাছে অর্থ সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। তমার বাবার বিকাশ নম্বর- ০১৭৪৭-২৪৪৯০৬। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে- শারমিন আক্তার, অ্যাকাউন্ট নম্বর- ৩৪০২০৩৪৩, অগ্রণী ব্যাংক লিমিটেড, আইসড়া ব্রাঞ্চ, বাসাইল, টাঙ্গাইল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন