
বাসাইল সংবাদ : শনিবার, ০৫ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
গতকাল ৪ আগস্ট (শুক্রবার) বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে টাঙ্গাইল জেলা অটো-রিক্সা,অটো ট্যাম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কুমুদিনী কলেজ গেইট টু সুরুজ, (গোসাই জোয়াইর, ছাতিহাটী, বালিয়াটা, পাইকড়া, রামপুর ফুলকী) আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঘারিন্দা ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল কদ্দুছ মুকুল (গরুর গাড়ি), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সফিউজ্জামান অভি সেন্টু (দোয়াত কলাম) পেয়েছেন ২১৮ ভোট। সহ-সভাপতিতে দু’টি পদের বিপরীতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে মো. সেলিম মিয়া ৩৪১ ভোট এবং লাভলু মিয়া উড়োজাহাজ প্রতীকে ৩০৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ আব্বাছ মিয়া ফুটবল প্রতীকে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আখিবুল ইসলাম (মোমবাতি) প্রতীকে পান ৩২৩ ভোট। সহ-সাধারন সম্পাদক ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ ইলিয়াছ সিলিং ফ্যান প্রতীকে ৩৮৯ ভোট পেয়ে এবং শামছুল আলম রিক্সা প্রতীকে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ ইলিয়াছ বাই-সাইকেল প্রতীকে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউসুফ তারা প্রতীকে ভাট পেয়েছেন ২০১ টি। কোষাধ্যক্ষ পদে মোঃ আজাহার কুড়েঘর প্রতীকে ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসলাম বেগ (তালাচাবি) ভোট পেয়েছেন ২৮৫ টি। প্রচার সম্পাদক পদে মোঃ বাবুল মিয়া আম প্রতীকে ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হাসান পাখা প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট। সড়ক সম্পাদক পদে হাবিবুর রহমান দেয়ালঘড়ি প্রতীকে ২৮৭ ভোট ও নুরু মিয়া বাসগাড়ি প্রতীকে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রিড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী (টিয়া পাখি) তার প্রাপ্তি ভোট ৩৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল কাতের (আপেল) তিনি পেয়েছেন ২৬০ ভোট। কার্যকরী সদস্য পদে আব্দুল মালেক গাভী প্রতীকে ৪৫৫ ভোট, মোঃ আনিছ টেলিভিশন প্রতীকে ৩৯০ ভোট ও লেবু মিয়া খেজুর গাছ প্রতীকে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় কার্যকরী সভাপতি মির্জা শাহ আলম , যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান ও দপ্তর সম্পাদক পদে তোষার আহমেদ তুহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গননা শেষে রাত ১২ টার দিকে প্রিজাইডিং অফিসার হাজারো উৎসুক শ্রমিক জনতার মাঝে এ ফলাফল ঘোষনা করেন।
এ নির্বাচনে টাঙ্গাইল সদর, কালিহাতি ও বাসাইল উপজেলার ৯শ ২২জন ভোটারের মধ্যে ৭শ ৬৩ জন শ্রমিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন কেন্দ্র ও ভোট গণনা পর্যবেক্ষণ করেন টাঙ্গাইল জেলা অটো-রিক্সা, অটো-ট্যাম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি তানভীর হাসান ছোট মনি এবং সহকারী নির্বাচন কমিশনার ও সাধারন সম্পাদক আমিনুর রহমান আমীন। এ ছাড়াও পরিবেশ পরিস্থিতি সুশৃঙ্খল শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মফিজুল হকের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটিসহ ৩৩ জন শ্রমিক নেতার সমন্বয়ে গঠিত একটি নির্বাচন কমিশন টীম ভোট কেন্দ্র সার্বক্ষনিক তদারকি করেন। নির্বচিন কমিশনার টীমকে সার্বিক সহযোগিতা করেন আনিসুজ্জামান খান সাগর। যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়োগ করা হয়। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার। বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন পোলিং অফিসারের দাযিত্ব পালন করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন