
বাসাইল সংবাদ: বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করায় ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং সাফল্য তুলে ধরে জনপ্রতিনিধিদের মাধ্যমে তৃণমূলে পৌঁছে দেওয়ার প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করেন বাসাইল ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
অন্যোন্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, মামুনুর রশিদ, হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ। মতবিনিময় সভায় বাসাইল-সখীপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, চেয়ারম্যন-মেম্বার, পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বাসাইল-সখীপুর) আসনে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে সমর্থন জানান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন