
বাসাইল সংবাদ : সোমবার, ০২ অক্টোবর, ২০১৭:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে তিন সন্তানের জননী বাছাত্তন নেছা (৫২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হেংগারচালা এলাকার চাপড়াবিলের পানিতে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বাছাত্তন নেছা ওই এলাকার নুরু সুতারের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাছাত্তন নেছা তার স্বামী নুরু সুতারের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে বাছাত্তন নেছা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় বাছাত্তনের স্বামী ও সন্তানেরা রাতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুজি করে। সোমবার সকালে স্থানীয় জেলেরা চাপড়া বিলে মাছ ধরতে গিয়ে ওই গৃহবধূর ভাসমান লাশ দেখতে পায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়দের ধারণা, বাছাত্তনকে কেও খুন করে বিলে ফেলে রেখেছে। অনেকে ধারণা করছে কথাকাটাকাটির সূত্র ধরেই তাকে হত্যা করা হয়েছে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ বিলে ঝাপ দিয়ে মারা যেতে পারে না।
নিহতের বড় ভাই লাল মামুদ বলেন, পারিবারিক জীবনে আমার বোন সুখী ছিলোনা। প্রায়ই আমার বোন জামাই তার ওপর নির্যাতন করত। নির্যাতনে কারণেই তার বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য নিহতের বড় ছেলে বারেককে (৩০) আটক করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন