
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে খুঁটি ব্যবসায়ী আবুল হোসেন (৬৫)কে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই ওয়ার্ডের মৃত গটু মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে শামসুল আলম বাদী হয়ে শেখ জাহাঙ্গীর আলমকে একমাত্র আসামী করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুঁটি ব্যবসায়ী আবুল হোসেন বকেয়া টাকা চাইতে গেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা শেখ বারেকের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মামলার বাদী শামসুল আলম তার বাবার খুনিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শা¯িরÍ দাবি জানান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন