নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কলেজ ছাত্র আনিছুর রহমান রবিন (১৮) হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের করটিয়াপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ প্রায় ৫ শতাধিক সর্বসাধারণ অংশ নেন।
মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে রবিন হত্যাকান্ডের বিচার চেয়ে নিহতের বড় ভাই আতিক হাসান রানা, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক বজলুর রহমান ভূইয়া, চতলবাঈদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, এসএম ইব্রাহিম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা স্থানীয় প্রশাসনকে অভিলম্ভে কলেজ ছাত্র আনিছুর রহমান রবিন হত্যাকাÐের মামলা নিয়ে এর সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি রাত ১১টার দিকে বাড়ি থেকে আড়াইশ গজ দূরে বাউল গানের আসর থেকে কলেজছাত্র আনিছুর রহমান রবিন তার জমজভাই আশিকুর রহমান রনি, সহপাঠী এক খালাতো বোন ও আরও দুই শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে মারপিট শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত আনিছুর রহমান রবিন ও আশিকুর রহমান রনিকে উদ্ধার করে রাত ১টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক আনিছুর রহমান রবিনকে মৃত ঘোষণা করেন। পরদিন ২০ জানুয়ারি সখীপুর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহত আনিছুর রহমান রবিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।
বাসাইলসংবাদ/ ২১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন