
বাসাইল সংবাদ: রোববার, ২৬ নভেম্বর, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সকল মাধ্যমিক ও মাদরাসা প্রধানদের নিয়ে ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও ওয়াটার এইড বাংলাদেশ এবং বাসা ওয়াশ প্রকল্প’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামসহ ওয়াটার এইড বাংলাদেশ’র কর্মকর্তা মাহফুজুর রহমান, বাসা ওয়াশ’র কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলার সকল মাধ্যমিক ও মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন