
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রাক্তন সাংসদ মো: মোজাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার এক শোকবাণীতে তিনি বলেন, ‘মোজাহার হোসেন সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মোজাহার হোসেন পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণই ছিল তাঁর রাজনৈতিক কর্মকাাণ্ডের চালিকা শক্তি।’
বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মোজাহার হোসেন নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।’
‘বিএনপির বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও আদর্শ রাজনীতিবিদের শুন্যতা তীব্রভাবে অনুভূত হবে’, বলেন তিনি।
খালেদা জিয়া মোজাহার হোসেনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোজাহার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মোজাহার হোসেন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে সোচ্চার থেকেছেন তা দেশবাসী স্মরণ করবে।’
সোমবার রাত ১০টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মো: মোজাহার হোসেন। তার বয়স হয়েছিল ৭১। তিনি ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির প্রাক্তন সভাপতি।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন।