নিউজ ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম। গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকার কথা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। পরে তিনি অবশ্য তাতে অংশ নেননি। অনুষ্ঠানে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের উদ্দেশে আবদুল কাদের মির্জা বলেন, ‘ঢাকায় বসে রাজনীতি করবেন? আমার নেতাকর্মীরা আপনাদের পেছনে স্লোগান দেয়। ওবায়দুল কাদের সাহেব- পদ টেকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আমাকে টেলিফোনে বলেন “তুমি আমার পদ খাবে নাকি?”। ’
কাদের মির্জা বক্তব্যের এক ফাঁকে স্লোগান দিতে থাকেন, ‘এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি’। তিনি বলেন, ‘একরাম চৌধুরীর বহিষ্কার পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবিতে আগামী রোববার কোম্পানীগঞ্জে সর্বত্র আধাবেলা হরতাল পালিত হবে। এ সময় কোনো কাক-পক্ষীও উড়তে পারবে না।’
উল্লেখ্য, বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। তিনি এ সময় নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফের উদ্দেশেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
বাসাইলসংবাদ/ ২৮ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন