অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি পেলেন প্রবাসী শ্রমিকরা। তবে বর্তমানে দেশটির বৃক্ষরোপণ ও কৃষি খাতে এই সুযোগ পাবেন তারা। গতকাল মঙ্গলবার বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা সংক্রান্ত স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। প্রবাসী শ্রমিকদের ব্যবস্থাপনা সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানবসম্পদমন্ত্রীর মধ্যে দশম যৌথ কমিটির বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম, কৃষি ও খাদ্য নিরাপত্তামন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ সাবু, স্বাস্থ্যমন্ত্রী দাতুক ডা. জুল্কফ্লাই আহমেদ এবং গণপূর্তমন্ত্রী দাতুক আলেকজান্ডার নান্তা লিঙ্গি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পদ্ধতিটি (নিয়োগকর্তা পরিবর্তন) আমরা প্রয়োগ করব। কারণ কর্মীদের দেশে ফেরত পাঠানো সম্ভব না। এটি বাধ্যতামূলক শ্রমের মধ্যে পড়বে যা আমাদের রেটিংকে প্রভাবিত করবে। মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক শ্রম এবং মানবপাচার বিষয়ে আন্তর্জাতিক ডিসপিউট থেকে বের হবার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এসেছেন এবং স্পষ্টতই তিনি চাকরি দিতে পারবেন না, তাই আমরা কর্মচারীকে প্রাধান্য দিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দিচ্ছি।’
বিদেশি শ্রমিকের অভাবে রাবার সেক্টর কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না মালয়েশিয়া। প্রায় ৪ লাখ ২০ হাজার হেক্টর রাবার বাগান শ্রমিকের অভাবের কারণে কাজ শুরু করতে পারেনি। অথচ রাবার সেক্টরে ৭০ হাজারের বেশি প্রবাসী কর্মীর প্রয়োজন হবে।
বাসাইলসংবাদ, ১৭ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন