নিজস্ব প্রতিবেদক : ভোট কেন্দ্রে ভোটার না এলে নির্বাচন গ্রহণ যোগ্যতা পাবে না। আর প্রচুর পরিমাণ ভোটার এলে গ্রহনযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারি প্রভাব মুক্ত স্বত:স্ফুর্ত নির্বাচন হলো কি না। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ইচ্ছেমত প্রার্থীদের ভোট দিতে পারলো কি না। এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি, যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এটা সত্য শুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের আজকে অস্থিতিশীল অবস্থা। এখান থেকে পরিত্রাণ পাওয়া দরকার।
এসময় কৃষক শ্রমিক জনতালীগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী এই আসন থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তিনি ২০০১ সালে বিজয় লাভ করেন। গত নির্বাচনে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী এ আসন থেকে অংশ নেন।
বাসাইলসংবাদ, ২৯ নভেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন