
বাসাইল সংবাদ : রোববার, ২০ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার দুর্গম চরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিরতণ করেছে বিএনপির জাতীয় ত্রাণ কমিটি। জানা যায়, রবিবার (২০ আগস্ট) দিনব্যাপী যমুনার চরাঞ্চলের নিকরাইল, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপির জাতীয় ত্রাণ কমিটি।
দলের জাতীয় ত্রাণ কমিটির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল ও জয়ন্ত কুমার কুন্ডু ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন হাওলাদার, এস এম জাহিদুল হাসান, ভুয়াপুর থানা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন