
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌর কৃষক শ্রমিক জনতালীগের সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের কমিটি গঠিত হয়েছে। এতে কামাল মিয়াকে সভাপতি ও সবুজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে এ কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু।
বাসাইল পৌর ছাত্র আন্দোলনের সভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন