
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ মে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (০২ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি তফসিল ঘোষণা করেন। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যাচাই-বাছাই ১৯ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ এপ্রিল। ভোটগ্রহণের তারিখ ১৫ মে।
তাজুল ইসলাম বলেন, ২০১২ সালে এই পৌরসভা গঠন করা হয়। ২০১৩ সালের ১৮ মে এই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাসাইল পৌরসভার মেয়াদ উন্নীত হওয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।
এদিকে তফসিল ঘোষণার আগেই বাসাইল পৌরসভার নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। আসন্ন এই নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পান উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল। গত শুক্রবার (৩০ মার্চ) বিকেলে এক জরুরি সভায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মৌখিকভাবে এ ঘোষণা দেন।
বাসাইলসংবাদ/একে