
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ায়ি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী শেষে বাসাইল প্রান্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩দিনব্যাপী আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্টল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ। মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬টি স্টল রয়েছে।
উল্লেখ্য, আগামী শনিবার (১৩ জানুয়ারি) সমাপনী দিনে বিকেল ৩টায় সঙ্গীত পরিবেশন করবেন ‘ম্যাজিক বাউলিয়ানা’ দিতি সরকার। এছাড়াও শিল্পী লোকমান উদাসও সঙ্গীত পরিবেশন করবেন। ওইদিন অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন