
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সামছুল হুদা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় সংলগ্ম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আলমজিদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, পৌর আওয়ামীলীগের আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টুলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন খান। উল্লেখ্য, ২০১৬ সালের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের স্বর্ণ পদক এবং ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন