
বাসাইল সংবাদ : রোববার, ২৩ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলেক্ষ রোববার ( ২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে আম, জলপাই ও আমলকিসহ কয়েক প্রকারের চারা রোপণ করা হয়।
এর পর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস রাশেদা সুলতানা রুবি, উপজেলা শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চ্যালেন আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন