
বাসাইল সংবাদ: রোববার, ০২ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
২ এপ্রিল (রোববার) সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলায় এবার উচ্চ মাধ্যমিকে ৫শ ২২জন, আলিম ৯৪ ও কারিগরি শিক্ষা বোডে ৩৩ জনসহ মোট ৬শ ৪৯জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ, জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন