বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে সনাতনী ধর্ম হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী, শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দূর্গোৎসব। দূর্গোৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত মন্ডপগুলোতে প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেন।
পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ও জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মিয়া, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন,
বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটল, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষকশ্রমীক জনতালীগের সাধারণ সম্পাদক রাহাদ হাসান টিপু, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম খান জসিম, টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু জয় বাংলালীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা খান রাজিবসহ অন্যরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন বলেন, বাসাইল পৌরসভাসহ উপজেলার ৪৩টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ হয়েছে। সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি থাকার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পেরেছি।
বাসাইল থানার ওসি মোঃ নরুল ইসলাম খান বলেন, কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল সংবাদ/একে