
বাসাইল সংবাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
শহীদ ক্যাডেট একাডেমী’র টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাহাত হাসান টিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের প্রভাষক আল আমীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতোয়ার রহমান, দেলদুয়ার উপজেলার শহীদ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদিয়াজ্জান, বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, পূর্ব্ব পৌলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন