
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ ( মঙ্গলবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, পৌর মেয়র মজিবুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসকের প্রটোকল অফিসার মুনমুন জাহান লিজা,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলামসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন