
বাসাইল সংবাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
আজ ১০ ডিসেম্বর (শনিবার) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মানবাধিকার কমিশন আয়োজিত র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, মানবাধিকার কর্মী মাসুদ খান, ডা. আব্দুর রহিম, এনায়েত করিম বিজয়, মোঃ রুবেল মিয়া প্রমুখ। বক্তারা মায়ানমারে রোহিঙ্গাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল প্রকার মানব নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের আহবান জানান।
বাসাইল সংবাদ/একে