
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিল্লাল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এ দণ্ডাদেশ দেন। বিল্লাল হোসেন উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া গ্রামের মৃত ছবুর তালুকদারের ছেলে।
জানা যায়, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরীর নেতৃত্বে এএসআই রতন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে কাশিল বটতলা এলাকা থেকে মঙ্গলবার সকালে বিল্লালকে ১০ পুড়িয়া গাঁজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে একই দিনে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী একই এলাকার মৃত নয়া মিয়ার ছেলে ময়নুল মেম্বার ( ৩৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
বাসাইলসংবাদ/একে